Logo Logo

নেত্রকোনায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মোঃ তরিকুল ইসলাম


Splash Image

নেত্রকোনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ তরিকুল ইসলাম। শনিবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে তাঁর দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।


বিজ্ঞাপন


কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ পিপিএম। পরে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) সাহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম ও সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) গোলাম মোস্তফা। এছাড়া জেলার সব থানা এলাকার অফিসার ইন-চার্জরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মোঃ তরিকুল ইসলাম ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। কুষ্টিয়া জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের এই কৃতি কর্মকর্তা দীর্ঘদিন ধরে পুলিশের বিভিন্ন ইউনিটে সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। নেত্রকোনায় যোগদানের আগে তিনি লালমনিরহাট জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন পুলিশ সুপারের দায়িত্বগ্রহণে জেলা পুলিশে নতুন উদ্যম, প্রত্যাশা ও কর্মস্পৃহা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...