Logo Logo

টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি আরিফ-উজ-জামান


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান।


বিজ্ঞাপন


শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে তিনি এসব কেন্দ্রের প্রস্তুতি, পরিবেশ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন।

টুঙ্গিপাড়া উপজেলায় তিনি গিমাডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়, ২৭ নং ঘোপেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোষের ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬৩ নং তারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৯ নং পাকুড়তিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩৬ নং ডুমুরিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর (বিপিএম, পিপিএম) এবং উপজেলা নির্বাচন অফিসার মোঃ হারুন অর রশিদ।

পরে জেলা প্রশাসক কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ, উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়, রাধাগঞ্জ সার্বজনীন দাখিল মাদ্রাসা, মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশন, উত্তর কোটালীপাড়া রামমোহন উচ্চ বিদ্যালয়, সোনাইলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুশলা নেছারিয়া সিনিয়র দাখিল মাদ্রাসাসহ একাধিক কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান এবং উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহাসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...