বিজ্ঞাপন
রবিবার (৩০ নভেম্বর) দুপুর জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ভোক্তা অধিকারের অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
জানা যায়, শহরের সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীরা শাহী বেকারি থেকে পেটিস কিনলে তাতে তেলাপোকা দেখতে পান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মাদ্রাসা কর্তৃপক্ষ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে বেকারিটির ভেতরে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ, খাবার প্রস্তুতির অনিয়ম এবং যত্রতত্র তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। সত্যতা নিশ্চিত হওয়ার পর প্রতিষ্ঠানটিকে অভিযোগের প্রেক্ষিতে ৪০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর ও অপরিষ্কার পরিবেশে খাদ্য প্রস্তুতের কারণে আরও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ১ লাখ টাকা বেকারি থেকে আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বেকারিটিকে যথাযথ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে একই ধরনের অনিয়ম ধরা পড়লে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।
জনস্বার্থে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...