Logo Logo

ফরিদপুরে ‘জাতীয়করণ প্রত্যাশি জোট’এর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


Splash Image

ফরিদপুরে জাতীয়করণ প্রত্যাশি জোট (স্কুল, কলেজ ও মাদরাসা) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের ওপর চলমান অডিটজনিত হয়রানির প্রতিবাদ জানানো হয়।


বিজ্ঞাপন


সংগঠনের সভাপতি ইউসুফ দিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবু সায়েম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মাহফুজুল হক, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল মোল্লা, সহ-সভাপতি সৈয়দ গোলাম কিবরিয়া, ফরিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অডিটের নামে শিক্ষকদের হয়রানি চলছেই, যা শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদাকে ক্ষুণ্ন করছে। তারা দ্রুত এ ধরনের অডিট-নির্ভর হয়রানির সমাপ্তি চেয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

কেন্দ্রীয় কমিটি জোটের মহাসচিব দেলোয়ার হোসেন আজিজি'র নির্দেশক্রমে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়, যাতে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা যায়।

মানববন্ধন ও সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা “শিক্ষকের মর্যাদা রক্ষা কর” এবং “অডিট হয়রানি বন্ধ কর” লিখিত প্ল্যাকার্ড হাতে তুলে ধরে শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানান।

অবিলম্বে অডিট হয়রানি বন্ধ করো না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা ‌দেয়া হবে বলে ‌মানববন্ধনে‌ হুঁশিয়ারি ব্যক্ত করা হয়।

প্রতিবেদক- পার্থ প্রতিম ভদ্র, ফরিদপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...