Logo Logo

চর আউলিয়াপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া–মিলাদ


Splash Image

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় উদ্বিগ্ন সারাদেশের মানুষের মতোই বরিশালের বাকেরগঞ্জের প্রত্যন্ত চর আউলিয়াপুর গ্রামের বাসিন্দারাও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় গ্রামজুড়ে চলছে দোয়া, মিলাদ ও বিশেষ মোনাজাত।


বিজ্ঞাপন


গ্রামবাসীদের উদ্যোগে প্রতিদিনই এলাকার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হচ্ছে। এর ধারাবাহিকতায় ২ ডিসেম্বর, মঙ্গলবার বাদ মাগরিব চর আউলিয়াপুর পুরাতন জামে মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল। অনুষ্ঠানে গ্রামের সর্বস্তরের মানুষ—বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের অনুসারীরাও—স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

দোয়া শুরুর আগে মাওলানা মোজাম্মেল হোসেন খান খালেদা জিয়ার জীবন, কর্ম ও দেশের রাজনৈতিক পরিমণ্ডলে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে তিনি দোয়া পরিচালনা করেন এবং উপস্থিত সবাই খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য প্রার্থনা করেন।

গ্রামবাসীরা জানান, খালেদা জিয়ার অসুস্থতার খবরে তারা গভীরভাবে ব্যথিত ও উদ্বিগ্ন। তাঁর সুস্থতার জন্য তারা নিয়মিত দোয়া চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...