বিজ্ঞাপন
বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে শার্শা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে তারা দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। শতভাগ দম্পতি নিবন্ধন, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা প্রদান, প্রসূতি মা ও কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টি সহায়তা, টিকাদান কর্মসূচি—সব ক্ষেত্রেই তারা সরাসরি দায়িত্ব পালন করছেন।
তাদের দাবি, চাকরি রাজস্ব খাতে থাকা সত্ত্বেও তারা ২৬ বছর ধরে পদোন্নতি ও অন্যান্য আর্থসামাজিক সুবিধা থেকে বঞ্চিত। বক্তারা জানান, এখন পর্যন্ত পরিবার পরিকল্পনা কর্মীদের কোনো নিয়োগবিধি নেই; ফলে বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতি, প্রশিক্ষণ ও অন্যান্য চাকরিগত সুবিধা থেকে তারা পিছিয়ে রয়েছেন।
কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “চাকরিতে যোগদানের পর থেকে এখন পর্যন্ত বহুবার লিখিত আবেদন করেছি, মানববন্ধন, সংবাদ সম্মেলন ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। কিন্তু আমাদের ন্যায়সঙ্গত দাবি এখনও বাস্তবায়ন হয়নি। আমাদের একটাই দাবি—নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন করতে হবে।”
তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধাপে ধাপে বৃহত্তর কর্মসূচি পালনের প্রস্তুতিও রয়েছে তাদের।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...