বিজ্ঞাপন
কর্মসূচির কারণে হাসপাতালে রোগীসেবায় কিছুটা ব্যাঘাত ঘটলেও আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আরও কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আন্দোলনকারীরা জানান, আগামীকাল বৃহস্পতিবার সারাদিনব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে। তাদের দাবি—সরকার দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্ত না নিলে সামনে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে তারা পেশাগত মর্যাদা ও আর্থিক বৈষম্য দূরীকরণের জন্য দাবি জানিয়ে আসছেন। ১০ম গ্রেড বাস্তবায়ন তাদের ন্যায্য প্রাপ্য বলেও মন্তব্য করেন তারা।
উল্লেখ্য, এর আগে গত ৩০ নভেম্বরও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের উদ্যোগে একই দাবিতে কর্মসূচি পালিত হয়েছিল।
প্রতিবেদক- পার্থ প্রতিম ভদ্র, ফরিদপুর।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...