Logo Logo

চিকিৎসা সেবায় রোগীদের অবহেলায় করায় ফেনীবাসীর তীব্র ক্ষোভ


Splash Image

ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক্সরে বিভাগসহ বিভিন্ন ইউনিটে চিকিৎসা সেবার মান শঙ্কাজনকভাবে হ্রাস পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।


বিজ্ঞাপন


স্থানীয়রা অভিযোগ করছেন, দরিদ্র ও জরুরি রোগীরা ঘন্টার পর ঘন্টা চিকিৎসা না পেয়ে হাসপাতালের ভেতরে ঘুরে বেড়াতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় রোসনা বেগম বলেন, “আমার মতো দরিদ্র রোগীর জন্য চিকিৎসা করানো যেন আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনো চিকিৎসা সেবা পাওয়া যায় না, আর হাসপাতালের কর্মীরা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন।”

হাসপাতালে কর্মবিরতি, সেবার অনিয়ম এবং দায়িত্বহীনতার কারণে রোগীরা চরম দুর্ভোগের শিকার হলেও হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করছেন, “হাসপাতালে গেলে চিকিৎসার বদলে অবহেলায় অপমানিত হতে হয়। গরিব রোগী হলে তো কথা বলাই কঠিন।”

ফেনীর নাগরিকরা সেবার মান দ্রুত উন্নয়নের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, অবহেলার এই ধারা চলতে থাকলে সাধারণ মানুষের আস্থা ও হাসপাতালের ভাবমূর্তি উভয়ই ক্ষুণ্ন হবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসা ও সহকারী কর্মীদের মধ্যে কর্মচারী অভাব এবং সময়মতো সরঞ্জামের অভাবে সেবা প্রদানে সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও এই অভিযোগের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ফেনীর মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং দায়িত্বশীল মনিটরিং চালু করা এখন সময়ের দাবি।

প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...