Logo Logo

পুলিশ সুপারের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট : ফরিদপুর জেলা পুলিশের জরুরি সতর্কতা


Splash Image

ফরিদপুর: সদ্য নিয়োগপ্রাপ্ত ফরিদপুর পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম-এর নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চালু হয়েছে। জেলা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। প্রতারকচক্র “SP Nojrul Islam” নামে এই ফেক আইডি পরিচালনা করছে।


বিজ্ঞাপন


জেলা পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর সেল জানিয়েছে, উক্ত ভুয়া আইডি থেকে সংবেদনশীল বিষয়, ব্যক্তিগত তথ্য এবং বিভ্রান্তিমূলক বার্তা ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এ কারণে জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

মিডিয়া সেলের সতর্কবার্তায় বলা হয়েছে— “পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের সঙ্গে উক্ত ফেসবুক অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ প্রতারকদের তৈরি একটি ভুয়া অ্যাকাউন্ট। এতে কোনো মন্তব্য, ব্যক্তিগত তথ্য প্রদান বা ইনবক্স-যোগাযোগ থেকে বিরত থাকতে হবে।”

তাদের আরও নির্দেশনা অনুযায়ী, কেউ যদি এই জাল আইডি ব্যবহার করে অর্থের দাবি করে, তবে তা কোনোভাবেই সমাধান করা যাবে না এবং কোনো লেনদেনে জড়ানো উচিত নয়।

জেলা পুলিশ জানিয়েছে, সকল সরকারি তথ্য ও ঘোষণা কেবলমাত্র যাচাইকৃত অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে প্রকাশিত হয়। এছাড়া ভুয়া অ্যাকাউন্ট, পেজ বা প্রতারণামূলক অনলাইন কার্যকলাপ নজরে এলে তা দ্রুত নিকটস্থ থানা বা জেলা পুলিশের মিডিয়া সেলকে জানাতে হবে।

জেলা পুলিশ জনগণকে অনলাইনে প্রতারণা প্রতিরোধে সচেতন ও সহযোগিতামূলক থাকার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেছে।

প্রতিবেদক- পার্থ প্রতিম ভদ্র, ফরিদপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...