Logo Logo

নালিতাবাড়ীতে পাবলিক লাইব্রেরী উদ্বোধন করলেন ইউএনও


Splash Image

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা এলাকায় স্থানীয় পাঠকদের বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির উদ্বোধন হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত এই লাইব্রেরির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা আক্তার ববি।

নালিতাবাড়ী পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা–কর্মচারী, স্বেচ্ছাসেবী এবং স্থানীয় সাংবাদিকরা।

নালিতাবাড়ীর পাঠকদের বহুদিনের দাবি ছিল একটি পূর্ণাঙ্গ পাবলিক লাইব্রেরি। সদ্য বদলিকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি দায়িত্বে থাকা অবস্থায় স্থানীয়দের এ স্বপ্ন বাস্তবায়নে উদ্যোগী ভূমিকা রাখেন। অবশেষে উপজেলার ভেতরে একটি আধুনিক পাবলিক লাইব্রেরি স্থাপিত হওয়ায় বইপ্রেমীদের মাঝে আনন্দের সঞ্চার হয়েছে।

স্থানীয় পাঠক ও সংস্কৃতিপ্রেমীরা জানান, এই লাইব্রেরি নালিতাবাড়ীতে পাঠচর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...