Logo Logo

ফরিদপুরে হঠাৎ ভবন ধস, আতঙ্কে এলাকাবাসী


Splash Image


বিজ্ঞাপন


ফরিদপুর জেলা শহরের মুজিব সড়কে অবস্থিত বেস্ট বাই ইলেকট্রনিক্স ভবনটি আজ শুক্রবার দুপুরে হঠাৎ ধসে পড়ে পথচারী ও আশপাশের ভবনের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভবনটিতে প্রথমে ফাটল দেখা দিলে মুহূর্তের মধ্যেই কাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং আস্তে আস্তে ধসে পড়তে শুরু করে। এ সময় পথচারীরা প্রথমে ভূমিকম্প ভেবে দিশেহারা হয়ে পড়লেও দ্রুতই বুঝতে পারে যে ভবনটিই ধসে যাচ্ছে।

ঘটনায় বড় ধরনের প্রাণহানি না ঘটলেও প্রতিষ্ঠানটির প্রায় দশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মালিক মিসেস মুনিরা বেগম জানান। তিনি অভিযোগ করেন, পাশের একটি স্থাপনা সঞ্জয় কর্মকার ও অজয় কর্মকার সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে নির্মাণ করায় এ ভবনের ভিত্তির ওপর প্রভাব পড়ে এবং ধসের অন্যতম কারণ হিসেবে সেটিকেই দায়ী করেন। ধসের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...