বিজ্ঞাপন
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ভবনটির উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।
উপজেলা পর্যায়ের ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের প্রথম প্রতিষ্ঠান হিসেবে বাকেরগঞ্জে এ শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়ে দিল। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) বরিশালের নির্মাণে গড়ে ওঠা এ ভবনটিকে অত্যন্ত আধুনিক, সুসজ্জিত এবং সর্বাধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে নির্মাণ করা হয়েছে।
এ প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট চারটি ট্রেডে কারিগরি শিক্ষার সুযোগ থাকায় স্থানীয় শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চলতি দায়িত্বে থাকা অধ্যক্ষ মোহাম্মদ গোলাম মোস্তফা। প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা পর্যায় ৩২৯টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর (ভোকেশনাল) পরিচালক প্রকৌশলী মো. রেজাউল হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম ও বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা সেক্রেটারি ও বাকেরগঞ্জ–৬ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ইসলামিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মাইনুল মোল্লা, ১০ নম্বর গারুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম কাইয়ুম খানসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “লেখাপড়া ছাড়া উন্নয়নের কোনো পথ নেই। দেশে সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ও কারিগরি শিক্ষা—এই তিন ধারায় সমান্তরাল শিক্ষা ব্যবস্থা রয়েছে। প্রত্যেক সেক্টরে দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ তৈরি করাই এখন প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমাদের সমাজে এখনো লেখাপড়ার প্রচলিত ধারণা হলো আইএ, বিএ বা এমএ পাস করলেই শিক্ষা সম্পন্ন। কিন্তু এই মানসিকতা পাল্টাতে হবে। প্রকৃত শিক্ষা সে-ই, যার মাধ্যমে একজন মানুষ নিজে উন্নতি করতে পারে এবং দেশকে কিছু দিতে পারে।”
কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এই উপলব্ধি থেকেই সরকার প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। বাকেরগঞ্জে এই প্রতিষ্ঠান তারই সফল বাস্তবায়ন। অভিভাবকদের উচিত সন্তানদের কারিগরি শিক্ষায় আগ্রহী করা, যাতে তারা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারে।”
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...