Logo Logo

নবীনগরে গণসংহতি আন্দোলনের নাহিদা জাহানের গণসংযোগ ও লিফলেট বিতরণ


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সদস্য নাহিদা জাহান নবীনগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন।


বিজ্ঞাপন


রোববার (৭ ডিসেম্বর) সকালে জিনদপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়ে গণসংযোগ ও প্রচার লিফলেট বিতরণ করেন। নারী প্রার্থী হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়।

নাহিদা জাহান নবীনগরের রতনপুর গ্রামের পুত্রবধূ। তিনি বিশ্বব্যাংকের আইসিটি পরামর্শদাতা হিসেবে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাংলাদেশ ইমার্জেন্সি মাল্টিসেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্ট (EMCRP)-এর দায়িত্ব পালন করেছেন। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইন্সটিটিউট অব টেকনোলজিতে আইটি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি বর্তমানে ক্রিয়েটিভ সফট টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত। দীর্ঘদিন ধরে তিনি নারীদের আইটি ক্ষেত্রে পারদর্শী করে এগিয়ে নেয়ার উদ্যোগ নিয়ে কাজ করে আসছেন।

গণসংযোগকালে নাহিদা জাহান বলেন, “নবীনগর আমার শ্বশুর বাড়ি। দল আমাকে এখানে মনোনয়ন দেয়ার চিন্তা করছে। তাই সকলের ভালোবাসা ও দোয়া নিয়ে নারী-পুরুষ সকলকে সমান অধিকার দিয়ে কাজ করতে চাই।” তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সকলের কাছে ‘মাথাল’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

নির্বাচনী এই সময়ে দলীয় নেতা কর্মীরা সক্রিয়ভাবে গণসংযোগে অংশগ্রহণ করেছেন এবং নবীনগরের সাধারণ মানুষ এই প্রচারণাকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন।

প্রতিবেদক- মোহাম্মদ আবু সুফী, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...