Logo Logo

খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যালি ও সমাবেশ


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সমাবেশের মধ্য দিয়ে খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জেলা শহরের ভাদুঘর হুজুরবাড়ি মোড় থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে র‌্যালি শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও প্রকৃত উন্নতির জন্য নৈতিকতার ভিত্তিতে পরিচালিত সুশাসন প্রতিষ্ঠা সময়ের দাবি। দুর্নীতি, টেন্ডারবাজি ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে জনগণের সচেতন ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করেন তারা। বক্তারা আরও বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা নিরসন এবং মূল্যবোধভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি।

সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সভাপতি মুফতি মাওলানা মোকবুল হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ এমদাদ উল্লাহ সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী আবুল ফাতাহ মাসুম, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আবুল কাসেম তালুকদার, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহসভাপতি মাওলানা মুহাম্মদ আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন মাওলানা গোলাম রব্বানী, মাওলানা আল আমিনসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আবুল ফজল ভূঁইয়া।

সমাবেশে বক্তারা দেশের সার্বিক অগ্রগতি, সামাজিক মূল্যবোধ রক্ষা এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...