বিজ্ঞাপন
সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। উদ্বোধনের পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিএনসিসি, স্কাউট সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া এবং সড়ক ও জনপথ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি।
সভায় বক্তারা বলেন, দুর্নীতি শুধু রাষ্ট্রের অর্থনীতিকে দুর্বল করে না; এটি সামাজিক বৈষম্য বাড়ায়, উন্নয়নের গতি মন্থর করে এবং জনআস্থাকে ক্ষতিগ্রস্ত করে। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন—সবাইকে সমন্বিতভাবে ভূমিকা রাখতে হবে।
বক্তারা আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের চেতনা ধারণ করে সৎ, নৈতিক ও মূল্যবোধসম্পন্ন তরুণ প্রজন্মই পারে ভবিষ্যতের বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটি মডেল রাষ্ট্রে রূপান্তরিত করতে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...