Logo Logo

গোপালগঞ্জে এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাট বাজারে সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে একযোগে দুটি এজেন্ট ব্যাংক ও দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংকের চারটি স্বাক্ষরিত চেকসহ প্রায় ১৪ লাখ টাকা এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ ২৫ লাখ টাকার মালামল চুরি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।


বিজ্ঞাপন


চুরির শিকার সিটি ব্যাংক এজেন্ট সঞ্জিত হালদার জানিয়েছেন, তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকার বেশি মূল্যমানের মোবাইল কার্ড ও ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়ে গেছে।

অন্যদিকে, ফারিয়া এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম জানিয়েছেন, তার দোকান থেকে ১৪ লাখ টাকার স্বাক্ষরিত ব্যাংকের চেকসহ নগদ অর্থও চুরি হয়েছে।

ওয়াবদারহাট বাজারের দায়িত্বে থাকা নৈশ প্রহরী সমর আলী বলেন, গভীর রাতে বাজারে একটি পিকআপ গাড়ি আসে। তিনি দেখেন, পিকআপের চাকা মেরামত করা হচ্ছে। তিনি তখন মনে করেছিলেন গাড়িটি নষ্ট হয়ে গেছে। কিছুক্ষণ পর তিনি ঘুমিয়ে পড়েন এবং পরে কীভাবে চুরি হলো তা তিনি বলতে পারছেন না।

ওয়াবদারহাট বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মহিন এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমাদের বাজারে নৈশপ্রহরী থাকা সত্ত্বেও চুরির ঘটনা ঘটে গেছে। বিষয়টি আমরা প্রশাসনের নজরে এনেছি। আশা করি দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।”

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মামুন বলেন, এ ঘটনায় এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনা শুনে পুলিশ ফোর্স বাজারে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...