বিজ্ঞাপন
এ উপলক্ষে সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবউল্লাহ, দুদকের উপপরিচালক রাম প্রসাদ মন্ডল।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ 'স্বচ্ছতা'য় সকাল ১০:৩০টায় এক আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ দুর্নীতির মূলোৎপাটনে একাত্মতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি দমন কমিশন, গোপালগঞ্জ-এর উপ-পরিচালক রাম প্রসাদ মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারেক সুলতান। স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক, এবং কমিটির সভাপতি সরদার নুরুল ইসলাম।
অতিথিবৃন্দ এবং বক্তারা তাদের বক্তব্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করা দুর্নীতির মূল উৎপাটনের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন। এ সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও দিকনির্দেশনা উঠে আসে, যা আগামীর শুদ্ধ সমাজ গড়ার পথ প্রশস্ত করবে। প্রধান দাবির মধ্যে ছিল সমাজের সকল স্তর থেকে দুর্নীতির মূল উৎপাটন করা, শিশুদের মধ্যে শৈশব থেকেই সত্য ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষা দান নিশ্চিত করা, সামাজিক ব্যাধি বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং অনুসন্ধানী সাংবাদিকদের কাজের স্বীকৃতিস্বরূপ 'সম্মানী প্রদান প্রথা' চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো।
বক্তারা আফসোস করে উল্লেখ করেন, ২০০৭ সালে ১৯০টিরও বেশি দেশের মধ্যে দুর্নীতির দিক থেকে আমাদের দেশের অবস্থান ছিল ২৩তম, যা অত্যন্ত উদ্বেগজনক।
প্রধান অতিথি জেলা প্রশাসক আরিফ-উজ-জামান সরকারের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণের উপর জোর দেন। তিনি সমাজের প্রতিটি নাগরিককে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক জীবনে নৈতিকতার চর্চা করার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষয়িত্রী শাহানাজ পারভীন অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এই আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জের তারুণ্য দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...