বিজ্ঞাপন
এলাকার ভোটাররা জানান, ওয়ার্ডটিতে ২৫০০ এরও বেশি ভোটার বসবাস করছেন। পূর্বের নির্ধারিত ভোটকেন্দ্র রবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোট কেন্দ্রে সব ধরনের নিরাপত্তা ও ভোট কার্যক্রমের জন্য পর্যাপ্ত অবকাঠামো রয়েছে। বিদ্যালয়ে দুটি ভবন ও দশটি কক্ষ থাকায় এটি ভোটকেন্দ্র হিসেবে সর্বোত্তম। এছাড়া, ওয়ার্ডের অর্ধেক ভোটার রবিপুর গ্রামের বাসিন্দা হওয়ায় কেন্দ্রে পৌঁছানোও সহজ। অন্য দুই গ্রামের ভোটারদের জন্যও রবিপুর কেন্দ্র স্থানিকভাবে সুবিধাজনক।
গত নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে ভোট কেন্দ্র পরিবর্তন করে ২ কিলোমিটার দূরে অবস্থিত মেউর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারণ করা হয়েছে। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও ভোটে আগ্রহ হ্রাস হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মানববন্ধনের শেষে উপস্থিত ভোটাররা প্রধান নির্বাচন কমিশনার, জেলা নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের নিকট স্মারকলিপি প্রদান করেন।
বক্তারা বলেন, ভোটারদের সুবিধা ও নিরাপত্তার জন্য পূর্বের অবস্থানেই ভোটকেন্দ্র পুনঃস্থাপন করা জরুরি।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...