Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


Splash Image

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ নভেম্বর )বিকেল ৫টায় জেলা শহরের পৌর মুক্তমঞ্চ (কাচারিপাড়) মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

এ সময় তিনি বলেন, স্বৈরাচার হাসিনা জেলে কারাবন্দি করে বিভিন্ন সময়ে পয়জন দিয়ে ছিল। আমাদের মায়ের মতো নেত্রী বেগম খালেদা জিয়াকে যথাযথ সময়ে চিকিৎসা নিতে দেন নাই। আমরা আল্লাহর দরবারে দোয়া করি—তিনি যেন আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন এবং দেশের সেবাই আবারও দেশের মানুষের মাঝে ফিরিয়ে দেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকনসহ দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী অংশ নেন।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি মুবারকুল্লাহ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...