Logo Logo

ফেনীর রাজাঝির দিঘী থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে


Splash Image

ফেনীর রাজাঝির দিঘী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম মো. আবদুস শুক্কুর (৪০)। তিনি গাজীপুর সদর উপজেলার হাতিমারা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রি।


বিজ্ঞাপন


পরিবারের বরাতে জানা গেছে, গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে কাজের সন্ধানে গাজীপুর থেকে ফেনীতে আসেন আবদুস শুক্কুর। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তার লাশ ভেসে ওঠে ফেনীর ঐতিহাসিক রাজাঝির দিঘীতে। এই আকস্মিক মৃত্যুতে স্বজনরা হতবাক ও শোকে স্তব্ধ।

লাশ উদ্ধারের পর ফেনী পিবিআই লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তার পরিচয় নিশ্চিত করে। বর্তমানে লাশটি ফেনী জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

নিহতের মৃত্যু রহস্য ঘিরে আরও প্রশ্ন তৈরি হয়েছে— মাত্র একদিনের ব্যবধানে তিনি কেন রাজাঝির দিঘীতে গেলেন? কীভাবে প্রাণ হারালেন? এটি কি দুর্ঘটনা, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে?

ঘটনার রহস্য উদ্ঘাটনে ফেনী মডেল থানা পুলিশ, পিবিআই এবং প্রশাসনের তিনটি সংস্থা যৌথভাবে তদন্ত চালাচ্ছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।

প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...