Logo Logo

বেগম রোকেয়া দিবসে ফেনীতে পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান


Splash Image

বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে ফেনীতে নারী জাগরণের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচ বিশিষ্ট নারীকে “অদম্য নারী পদক” প্রদান করা হয়েছে। ফেনী জেলা প্রশাসক মনিরা হক এই পদক তুলে দেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ ডিসেম্বর) ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এই সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক নাছরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. ইসমাইল হোসেন, ফেনী সদর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম এবং ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

পদকপ্রাপ্ত নারীদের হাতে ক্রেস্ট, সনদ ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এই বছরের “অদম্য নারী” পদক অর্জন করেছেন— অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পরশুরামের চুমকি কর্মকার, শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জনকারী ছাগলনাইয়ার মোসাম্মৎ শিরিন আক্তার, সফল জননী বেগম তাজকেরা চৌধুরী (সোনাগাজী), জীবন সংগ্রামে জয়ী শিরিনা আক্তার (সোনাগাজী) ও সমাজ উন্নয়নে অবদান রাখা ছাগলনাইয়ার শাহনাজ আক্তার।

ফেনী জেলা প্রশাসক মনিরা হক অনুষ্ঠান শেষে বলেন, “নারীশক্তিকে উৎসাহিত করা ও তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া আমাদের সমাজের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

উল্লেখ্য, বেগম রোকেয়া দিবস প্রতি বছর নারী শিক্ষার প্রসার ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে উদযাপিত হয়।

প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...