Logo Logo

পঞ্চগড়ে একই দিনে দুই উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা


Splash Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতে অনুমোদিত শব্দের অতিরিক্ত মাত্রার হর্ণ ব্যবহার ও নির্মাণ সামগ্রী রাস্তার উপর সংরক্ষণ করার মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে জরিমানা করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টা হতে ২টা পর্যন্ত তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর হতে ভুতিপুকুর পর্যন্ত এবং বিকেল সাড়ে ৪টা হতে সাড়ে ৫টা পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জরিমানা করা হয়।

জানা যায়, নির্মাণ সামগ্রী রাস্তার উপর সংরক্ষণ করার মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে তেঁতুলিয়া উপজেলার দুই ব্যবসায়ীকে ৩০ হাজার ও পঞ্চগড় সদর উপজেলার দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। এছাড়া তেঁতুলিয়া উপজেলায় দুইজন ট্রাক চালককে ৪ হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযানদ্বয়ে উপজেলা প্রশাসন তেঁতুলিয়া এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম আকাশ ও উপজেলা প্রশাসন পঞ্চগড় সদর এর সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহন মিনজি অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এতে উভয় উপজেলার আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের একদল সদস্য পৃথক অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...