Logo Logo

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির ডিসেম্বর/২০২৫-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান।

বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুভিন ওয়াহিদ, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, জেলা এনএসআই’র উপপরিচালক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, জেলা কমান্ড্যান্ট (বিভিএমএস) মুজিবুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোঃ মামুনুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, টুঙ্গিপাড়া ইউএনও জহিরুল আলম, কোটালীপাড়া ইউএনও (ভারপ্রাপ্ত) মোঃ মাসুম বিল্লাহ, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রেজাউল করিম, জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয়ক মোঃ আরিফুল হক দাড়িয়া, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ, জেল সুপার শওকত হোসেন মিয়া, গোপালগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি করিম আলী খান, বিআরটিএ মোটরযান পরিদর্শক জিয়া উদ্দিন, চেম্বার অব কমার্সের সহসভাপতি শেখ মাসুদুর রহমান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শওকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মওদুদ হোসেন রিন্টু, প্রেসক্লাব সভাপতি জুবায়ের হোসেন, গণমাধ্যমকর্মী দুলাল বিশ্বাস, মানবাধিকারকর্মী কে এম সাইফুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্য ও প্রতিনিধিরা।

সভায় নবাগত জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান এবং জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ যৌথভাবে বলেন, “আমরা জনগণের সেবক হিসেবে এ জেলায় যোগদান করেছি। আমাদের বিশ্বাস—গোপালগঞ্জে পাঁচ শতাংশের বেশি অপরাধী নেই। সকলের সহযোগিতায় গোপালগঞ্জকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই।”

নির্বাচন কমিশন একইদিন বিকেলে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে, তবে জেলা প্রশাসন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে নিরলসভাবে কাজ করবে বলেও জানান তারা।

এছাড়া জেলার কোথাও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দিলে জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে তাৎক্ষণিকভাবে জানানোর অনুরোধ জানানো হয়।

সভায় জানানো হয়, জেলার সর্বত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং আগামী দিনগুলোতে এ তৎপরতা আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...