Logo Logo

ফেনীতে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক


Splash Image

ফেনীর মহিপাল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মো. আবুল কালাম প্রকাশ বাহাদুর (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭।


বিজ্ঞাপন


আটককৃত আবুল কালাম ছাগলনাইয়া পৌরসভার আব্দুস সালামের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীস্থ র‍্যাব-৭ এর একটি দল মহিপাল ফ্লাইওভার সংলগ্ন কিং বোর্ডিং বিল্ডিংয়ের সামনে অবস্থান নেয়। এ সময় আবুল কালাম র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি বাজারের ব্যাগ হাতে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। সন্দেহজনক আচরণ দেখে র‍্যাব সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালায়।

জিজ্ঞাসাবাদে উপস্থিত সাক্ষীদের সামনে আবুল কালাম স্বীকার করে যে, তার সঙ্গে থাকা বাজারের ব্যাগে মাদকদ্রব্য রয়েছে। পরবর্তীতে ব্যাগ তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‍্যাব-৭ এর উপপরিদর্শক সালাহ উদ্দিন মুন্সি বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দসহ আটককৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...