Logo Logo

গোপালগঞ্জে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু


Splash Image

গোপালগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শহরের পৌর পার্ক চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বিজয় মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং পদস্থ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত চারু ও কারু শিল্পপণ্য, কৃষিজাত ও খাদ্যপণ্যের মোট ২৫টি স্টল বসানো হয়েছে। এসব স্টলে স্থানীয় উদ্যোক্তারা তাঁদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন।

আয়োজক সূত্র জানায়, প্রতিদিন সন্ধ্যায় মেলার মূল মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন।

আগামী ১৮ ডিসেম্বর এই বিজয় মেলা সমাপ্ত হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...