বিজ্ঞাপন
পাকিস্তানি হানাদার বাহিনীর দমন এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার পতাকা ছিনিয়ে আনা সেই দামাল ছেলেদের আত্মত্যাগ স্মরণ করে এই র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালির নেতৃত্ব দেন বরিশাল জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি ও বাকেরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। র্যালিটি বাকেরগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রাসা থেকে শুরু হয়ে সদর রোড, বাসস্ট্যান্ড, চৌমাথা ঘুরে পৌরসভার সামনে এসে শেষ হয়।
র্যালির পর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক ফিরোজ আলম এবং মাওলানা আবুল হোসেন, যেখানে তারা বিজয় দিবসের তাৎপর্য ও মুক্তিযুদ্ধের মহান আত্মত্যাগকে স্মরণ করেন।
উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও দিনব্যাপী বিজয় দিবস উদযাপন কার্যক্রম পরিচালনা করছে। র্যালি ও সমাবেশে অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং স্বাধীন বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...