Logo Logo

নড়াইল সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


Splash Image

নড়াইল সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সভায় সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার টি. এম. রাহসিন কবির।

সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওলি মিয়া, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এম. মাহবুবুর রশিদ লাবলু, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার টি. এম. রাহসিন কবির বলেন, নিজ নিজ এলাকায় কোনো অপরিচিত ব্যক্তি অবস্থান করলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। সভায় মাদক নির্মূল ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।

প্রতিবেদক- মোঃ নূরুন্নবী সামদানী, নড়াইল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...