Logo Logo

কলাবাগান থেকে লাশ উদ্ধার

ফরিদপুরে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা


Splash Image

ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নে টিপু সুলতান (৪০) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার চাদপুর গ্রামের একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।


বিজ্ঞাপন


নিহত টিপু সুলতান চাদপুর গ্রামের মৃত জয়েদ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যে কোনো এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা টিপু সুলতানকে ঈশান গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সজল মিয়ার পুকুর সংলগ্ন ইলিয়াস শেখের কলাবাগানের ভেতরে নিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।

আজ বৃহস্পতিবার ভোর আনুমানিক ৬টার দিকে বাগান মালিক ইলিয়াস শেখের বাগানে পানি দিতে যান স্থানীয় বাসিন্দা হাকিম। সেখানে মরদেহটি পড়ে থাকতে দেখে তিনি চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে আসেন। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এই হত্যাকাণ্ডের কারণ বা কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...