বিজ্ঞাপন
বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান সংলগ্ন হোটেল আল মদিনার সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি মিনি ট্রাক তল্লাশি করে ৩২টি প্লাস্টিকের বস্তায় রক্ষিত মোট ১ হাজার ৬০০ পিস ‘বাউন্ডলি’ (ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার বিশেষ সরঞ্জাম) উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন: ১. মো. শাহজাহান (২৫), পিতা- নুরুল আলম, গ্রাম- কম্বুনিয়া।
২. মো. ইলিয়াছ (১৯), পিতা- বদিউজ্জামান, গ্রাম- আশারতলী।
৩. আতিকুর রহমান (২৫), পিতা- এম এ সামাদ, গ্রাম- ঘিলাতলী।
আটককৃত তিনজনেই বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর গোপন সংবাদ আসে যে একদল লোক মিয়ানমার সীমান্তবর্তী সশস্ত্র সন্ত্রাসীদের জন্য আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম নিয়ে রামু হয়ে নাইক্ষ্যংছড়ির দিকে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে এসআই মোহাম্মদ আনোয়ারসহ পুলিশের একটি চৌকস দল জোয়ারিয়ানালা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়।
১৭ ডিসেম্বর রাত ০১.৪৫ ঘটিকার সময় একটি সন্দেহভাজন মিনি ট্রাক চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ সিগন্যাল দেয়। চালক গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ট্রাকটি তল্লাশি করে ১ হাজার ৬০০ পিস বাউন্ডলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, উদ্ধারকৃত সরঞ্জামগুলো মিয়ানমার সীমান্তবর্তী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পুলিশ জানায়, এই চক্রটি বাংলাদেশের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করা এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল।
এ ঘটনায় আটককৃত ৩ জনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রামু থানায় মামলা নং-৪৭/৮৩৩, তারিখ-১৮/১২/২০২৫ রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০১৩) এর ৬(২)(ই)/৭/১০/১২ ধারায় অভিযোগ আনা হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "উদ্ধারকৃত আলামতসহ আসামিদের আদালতে প্রেরণ করা হচ্ছে। দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে রামু থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।"
প্রতিবেদক- মোহাম্মদ শাহজাহান, রামু, কক্সবাজার।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...