Logo Logo

হাদী হত্যার প্রতিবাদে বাকেরগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ ও দোয়া মাহফিল


Splash Image

ভারতীয় আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে বরিশালের বাকেরগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বাকেরগঞ্জ-৬ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মো. মোস্তাকুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. আনোয়ার হোসেন শিকদার, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মো. শহিদুল ইসলাম এবং বরিশাল জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি সাইয়েদ আহমেদ।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, “শহীদ ওসমান বিন হাদী আমাদের নতুন শক্তির অনুপ্রেরণা। হাদীর এই রক্ত বৃথা যেতে দেওয়া হবে না—বাংলাদেশের প্রতিটি যুবক হবে হাদী।”

তিনি আরও বলেন, “ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ হাদীর কণ্ঠ ছিল সবসময় বলিষ্ঠ। এই সাহসী যোদ্ধাকে ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসনের শিকার হতে হয়েছে। ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে তিনি কখনো মাথা নত করেননি। অকুতোভয় এই জুলাই যোদ্ধা দেশের মাতৃভূমির জন্য আপোষহীন সংগ্রামী ও বিপ্লবী ছিলেন।”

শেষে শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...