Logo Logo

বাকেরগঞ্জের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কিছু দপ্তরে শহীদ ওসমান বিন হাদীর স্মরণে শোক পালন করা হয়নি


Splash Image

জুলাই গনঅভ্যুত্থানে সম্মুখ সারির অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদীর মৃত্যুতে রাষ্ট্রীয় ভাবে সরকার কর্তৃক শোক পালনের গেজেট জারী করা হলে বাকেরগঞ্জ উপজেলার অধিকাংশ সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে তা পালন করা হয়নি।


বিজ্ঞাপন


সরকারি গেজেট অনুযায়ী জুলাই গনঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদীর স্মরণ ২০ ডিসেম্বর রাস্ট্রীয় ভাবে শোক পালনের সিদ্ধান্ত গৃহীত হয়, এবং ঐ দিন সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ভবন সহ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ থাকলেও বাকেরগঞ্জ উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক অফিসে ভবনে নির্দেশিত গেজেটটি ছিল ফাইলবন্ধী।

সরে জমিনে ঘুরে দেখা গেছে, জুলাই গনঅভ্যুত্থানের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদীর মৃত্যুতে উপজেলার খয়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়, আউলিয়াপুর ইসলামিয়া মহিলা কলেজ,জিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভান্ডারীকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর আউলিয়া পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গারুরিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, সহ উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্স ভবন, উপজেলা হিসাব রক্ষন অফিস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা জনস্বাস্থ্য প্রোকৌশলীর কার্যালয়ে ছিলোনা জাতীয় পতাকার মাধ্যমে রাষ্ট্রীয় শোক জ্ঞাপনের চিত্র।

বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ ওসমান বিন হাদীর শোক পালন উপলক্ষে জাতীয় পতাকা না টানানোর বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মোঃ রুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, দিবসটি গুরুত্ব সহকারে পালনের জন্য সহকারী শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের জানানো হয়েছে।

যে সকল প্রতিষ্ঠানে পতাকা টানানো হয় নি তাদের ব্যাপারে বিভাগীয় ব্যবস্হা নেওয়া হবে।

রাষ্ট্রীয় ঘোষিত শোক দিবস পালনের নির্দেশ অমান্য করা প্রসংঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন রাষ্ট্রীয় নির্দেশ অমান্য কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...