বিজ্ঞাপন
রোববার (২১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে দাগনভূঞা পৌরসভার ০১ নং ওয়ার্ডের সিন্দুরপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, সিন্দুরপুর নামক স্থানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। এসময় মাটি কাটার কাজে সরাসরি জড়িত থাকার অপরাধে দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় আটককৃত দুই ব্যক্তির প্রত্যেককে ০১ মাস করে মোট ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালীন মাটি কাটায় ব্যবহৃত একটি এস্কেভেটর (ভেকু মেশিন) জব্দ করা হয়। তবে দুর্গম পথ বা কারিগরি কারণে সেটি সরিয়ে নেওয়া সম্ভব না হওয়ায় ঘটনাস্থলেই সেটিকে অকেজো করে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ ও আনসার সদস্যদের দুটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের বিধি মোতাবেক কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...