বিজ্ঞাপন
নাসিরনগরে যুবককে ঘরে আটকে পিটিয়ে হত্যা
নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের পেতিয়ারকান্দি গ্রামের ভেকিনগর মধ্যপাড়ায় রোববার (২১ ডিসেম্বর) দুপুরে গণপিটুনিতে শাহিন মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শাহিন ওই গ্রামের মো. আক্তার মিয়ার ছেলে। তিনি জেলা শহরের কাউতলি এলাকায় পুরাতন আসবাবপত্রের দোকানে কাজ করতেন।
নিহতের পিতা আক্তার মিয়ার ভাষ্যমতে, শাহিন প্রায় ১৫ দিন পর বাড়িতে ফেরার সময় স্থানীয় একটি দোকানে নাতিদের জন্য নাস্তা কিনতে গিয়েছিলেন। এসময় প্রতিবেশী আরফাত আলীর ভাতিজা মিলন, জুনায়েদ, তৌহিদ ও রোমান তাকে ডেকে নিয়ে যায়। অভিযোগ করা হয়েছে, এরপর শাহিনকে আরফাত আলীর ঘরের ভেতর আটকে রেখে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করা হয়।
খবর পেয়ে নিহতের স্বজনরা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মূলত কয়েক দিন আগে আরফাত আলীর পরিবারের একটি রুপার চেইন চুরির অভিযোগ তুলেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি নিহতের পরিবারের। তারা এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নবীনগরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
এদিকে জেলার নবীনগর উপজেলায় চুরির অভিযোগে শাহেদ আলী (৫৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার কাইতলা ইউনিয়নের কোনাউর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাহেদ আলী সেমন্তঘর গ্রামের মিল্লাত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে চুরির সন্দেহে একদল লোক শাহেদ আলীকে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রোববার সকালে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
উভয় ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত করতে তদন্ত কাজ চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...