Logo Logo

বড়দিন উপলক্ষে গোপালগঞ্জে ধর্মীয় যাজক ও নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের আলোচনা সভা


Splash Image

আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব 'বড়দিন' আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সকল উপজেলার গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানের যাজক এবং খ্রিষ্টীয় ধর্মগুরুরা অংশগ্রহণ করেন।

সভায় আসন্ন বড়দিন উপলক্ষে গির্জাগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণে বিস্তারিত আলোচনা করা হয়। খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ তাদের নিজ নিজ এলাকার নিরাপত্তা বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। তাদের মতামতের প্রেক্ষিতে পুলিশ সুপার একটি সুনির্দিষ্ট নিরাপত্তা গাইডলাইন প্রদান করেন এবং উৎসবের পবিত্রতা ও শান্তি বজায় রাখতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের গৃহীত সিদ্ধান্তসমূহ কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন। তিনি বলেন, উৎসবকালীন শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আফতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহম্মদ সারোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ জিয়াউল হক (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

সভায় বড়দিন উপলক্ষে গীর্জা ও আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, সার্বক্ষণিক পুলিশি নজরদারি এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...