Logo Logo

ফেনীতে নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


Splash Image

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অটোরিকশাচালক মোহাম্মদ সবুজ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ পলাতক ৭১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।


বিজ্ঞাপন


সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ফেনী সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সশস্ত্র ক্যাডারদের নির্বিচার গুলিবর্ষণে অটোরিকশাচালক মোহাম্মদ সবুজ নিহত হন। এই ঘটনায় নিহত সবুজের ভাই মো. ইউছুফ বাদী হয়ে ১৩ আগস্ট ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক মিয়া দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ১২ অক্টোবর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। অভিযোগপত্রে এজাহারভুক্ত ৬৫ জন এবং তদন্তে প্রাপ্ত নতুন ৫৯ জনসহ মোট ১২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত প্রধান আসামিদের মধ্যে রয়েছেন ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ।

কয়েক দফা শুনানি শেষে আদালত মামলার অভিযোগপত্রটি আমলে নেন। আজ মামলার ধার্য তারিখে আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় এবং তারা পলাতক থাকায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

উল্লেখ্য, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই অভিযুক্ত এসব প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আত্মগোপনে রয়েছেন। এই আদেশ জারির মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...