বিজ্ঞাপন
ফেনী প্রবাসী ফোরাম ইউ.এ.ই (দুবাই) এর উদ্যোগে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দৈনিক বাংলাদেশের খবর-এর জেলা প্রতিনিধি এম. ইমরান পাটোয়ারীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফেনী প্রবাসী ফোরাম ইউ.এ.ই এর যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দিন বেলাল। সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় প্রতিনিধি ও বারবকুণ্ডু হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সাইফুল ইসলাম, মো. শাজাহান, সংগঠনের সদস্য মাওলানা ফয়েজ উল্লাহ ও আরিফুল ইসলাম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, সাবেক যুগ্ম সম্পাদক নুর উল্যাহ কায়সার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র ও বিধবা নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। সেলাই মেশিন পেয়ে এসব নারী নিজেরা কাজ করে পরিবার পরিচালনার পাশাপাশি সমাজে মর্যাদাপূর্ণ জীবন গড়ে তুলতে পারবেন।
ফেনী প্রবাসী ফোরাম ইউ.এ.ই-এর যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দিন বেলাল বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই মানবিক অনুদানের মাধ্যমে ফেনী জেলার দরিদ্র ও বিধবা জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসে ইউ.এ.ই (দুবাই) কর্মরত একঝাঁক তরুণ রেমিট্যান্স যোদ্ধার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও সদস্য সচিব তসলিম নাসেরের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
তিনি আরও জানান, ভবিষ্যতেও সংগঠনটি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সহায়তা প্রদান এবং প্রবাসে নিহত রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ দেশে হস্তান্তরের মতো মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...