Logo Logo

ফেনী জজকোর্টের সুপারেন্ডেন্ট এনামুল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


Splash Image

ফেনীর সদর উপজেলার ফতেহপুর রেললাইনের পাশে ঝোপের মধ্যে থেকে জজকোর্টের সুপারেন্ডেন্ট এনামুল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


নিহত এনামুল হক সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের নগরকান্দা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। তিনি বর্তমানে পরিবারসহ ফেনী শহরের বারাহিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তি ফতেহপুর রেললাইনের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। পরে তিনি ফতেহপুর ওভারব্রিজের নিচে অবস্থানরত স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটির রহস্য উদঘাটনে কাজ চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”

ঘটনার পর নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...