বিজ্ঞাপন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনার সহকারী পরিচালক মোঃ নাজমুল হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ আল আমিনের নেতৃত্বে একটি বিশেষ টিম সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী গৌরীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন গৌরীপুর গ্রামের মৃত মোন্তাজ উদ্দিনের পুত্র মোঃ মামুন মিয়া (৩১)।
পরবর্তীতে ইন্সপেক্টর মোঃ আল আমিন বাদী হয়ে আটক মামুন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর আজ মঙ্গলবার বিকেলে তাকে নেত্রকোনা বিজ্ঞ আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...