বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলত চৌধুরী দিঘির সংলগ্ন আবদুল কুদ্দুসের বাড়ি থেকে গাড়িটি চুরি হয়।
ক্ষতিগ্রস্ত পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের ভূঞাবাজার সংলগ্ন বরকন্দাজ বাড়ির সৌদি প্রবাসী জয়নাল আবেদীন বাবলু সম্প্রতি প্রবাস থেকে পাঠানো টাকা দিয়ে একটি সিএনজি অটোরিকশা ক্রয় করেন। গাড়িটি তিনি ভাদা দিয়া গ্রামের চালক আবদুল মালেককে ভাড়ায় চালানোর জন্য দেন।
প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১১টার দিকে চালক আবদুল মালেক গাড়িটি মতিগঞ্জ ইউনিয়নের আবদুল কুদ্দুসের বাড়িতে পার্কিং করে নিজ বাড়িতে ঘুমাতে যান। বুধবার ভোর ৫টার দিকে চালক গাড়িটি নিতে এসে দেখেন বাড়ির লোহার গেটের তালা ভাঙা এবং ভেতরে রাখা সিএনজি অটোরিকশাটি নেই। ধারণা করা হচ্ছে, গভীর রাতের কোনো এক সময় অজ্ঞাত চোরচক্র গেটের তালা কেটে গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রবাসী বাবলুর স্ত্রী রোমেনা আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিজের উপার্জিত শেষ সম্বল হারিয়ে প্রবাসী পরিবারটি এখন দিশেহারা।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চুরি হওয়া সিএনজি অটোরিকশাটি উদ্ধার ও অপরাধীদের শনাক্ত করতে অভিযান শুরু করেছে।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...