বিজ্ঞাপন
আটক নাসির উদ্দিন ফেনী জেলার সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের লন্ডনীপাড়া এলাকার আবদুর রশিদ সাহেবের বাড়ির মো. হাশিমের ছেলে।
সেনাবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গত শনিবার (২০ ডিসেম্বর) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ কল্যাণপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় সেনাবাহিনীর একটি দল যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে নাসির উদ্দিনকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে একটি রাইফেল, দুটি বিদেশি পিস্তল, বিদেশি মদসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আটক নাসির উদ্দিনকে প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণের জন্য দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...