Logo Logo

গোপালগঞ্জে শীতের রাতে দুস্থদের গায়ে ২শ' কম্বল জড়ালেন জেলা প্রশাসক


Splash Image

দেশজুড়ে জেঁকে বসতে শুরু করেছে হাড়কাঁপানো শীত। তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই গোপালগঞ্জের রাজপথে আর্তমানবতার সেবায় এগিয়ে এলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুই শতাধিক দুস্থ ও ছিন্নমূল মানুষের গায়ে পরম মমতায় কম্বল জড়িয়ে দেন তিনি।


বিজ্ঞাপন


গতকাল শুক্রবার দিবাগত রাতে জেলা প্রশাসক গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট, রেলস্টেশন, পুলিশ লাইনস ও মান্দারতলাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি রাস্তার পাশে, স্টেশনে ও খোলা আকাশের নিচে শুয়ে থাকা অসহায় মানুষদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে উষ্ণতার পরশ হিসেবে কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণকালে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, "তীব্র শীতে ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে জেলা প্রশাসন সবসময় পাশে আছে। এই কম্বল বিতরণ কর্মসূচি আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। পর্যায়ক্রমে জেলার অন্যান্য শীতার্ত মানুষের মাঝেও এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।"

এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদ, এনডিসি অনিরুদ্ধ দেব রায় এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান। এছাড়া জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা এই মানবিক কার্যক্রমে অংশ নেন।

শীতের রাতে আকস্মিকভাবে জেলা প্রশাসককে পাশে পেয়ে এবং কম্বল উপহার হিসেবে পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন ছিন্নমূল মানুষগুলো। তারা এই উদ্যোগের প্রশংসা করেন এবং জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...