Logo Logo

জমি বিরোধকে কেন্দ্র করে নেত্রকোণায় দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২


Splash Image

পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে নেত্রকোনার মদন উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মদন সদর ইউনিয়নের ধনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহতদের মধ্যে জোসনা আক্তার (৫০), শামীম মিয়া (৩৫), মমতা আক্তার (৫০), সাইফুল (৪০), হারুন অর রশীদ (৪২), শামছুদ্দিন (৪০), আনোয়ার হোসেন (৩৬), সাদ্দাম হোসেন (২৮), তাইজুল হক (৩০), বিউটি আক্তার (৩৫), বিপুল মিয়া (২৭), দুলাল মিয়া (৬২), রুবি আক্তার (২৭), সিময়া (১৬), তাইজুল (৩৬), আব্দুল্লাহ (৪২) ও সাইফুল (৪০) — এদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এছাড়া হাইজুল মিয়া (৪০), আমিরুল ইসলাম (৪০), শফিউল্লাহ (৪২), জসীম মিয়া (৩৮) ও হুমায়ূন কবীর (৪৫) গুরুতর আহত হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ধনপুর গ্রামের মতিউর রহমানের লোকজনের সঙ্গে একই গ্রামের তাইজুল ইসলামের লোকজনের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এই বিরোধকে কেন্দ্র করে প্রায় এক মাস আগেও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এ ঘটনায় থানায় একাধিক মামলা চলমান রয়েছে। শনিবার সকালে পূর্ব বিরোধের জের ধরেই আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নয়ন ঘোষ জানান, সংঘর্ষের ঘটনায় ২২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশু কুমার বলেন, "ধনপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আগেও সংঘর্ষ হয়েছে এবং মামলাগুলো বর্তমানে তদন্তাধীন। শনিবার নতুন করে সংঘর্ষের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...