Logo Logo

অবৈধ মাটি বিক্রি ঠেকাতে অভিযান : এসিল্যন্ডের বিরুদ্ধে ক্ষুব্ধ চক্রের মিছিল, সাংবাদিকের ওপর হামলা


Splash Image

ছবি: সাংবাদিকের ভাংচুর করা গাড়ি।

অবৈধভাবে কৃষিজমির মাটি (টপসয়েল) কেটে বিক্রির দায়ে জরিমানা করায় নেত্রকোনার মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারের বিরুদ্ধে মিছিল করেছে একটি প্রভাবশালী মাটি খেকো চক্র। এ সময় কর্তব্যরত এক সাংবাদিককে মারধর ও তার মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


রবিবার (২৮ ডিসেম্বর) সকালে মদন উপজেলা পরিষদ চত্বরে প্রায় ৭০-৮০ জন লোক একত্রিত হয়ে সহকারী কমিশনার (ভূমি)-এর বিরুদ্ধে মিছিল করে। মিছিল চলাকালে তারা নানা অশ্রাব্য ভাষায় গালমন্দ করতে থাকে।

এ সময় দৈনিক আমার দেশ-এর মদন উপজেলা প্রতিনিধি নিজাম উদ্দিন সমাজসেবা কার্যালয়ের সামনে তার মোটরসাইকেল রাখা অবস্থায় ছিলেন।

মিছিলকারীরা মোটরসাইকেলটি ভাঙচুর করে। কেন গাড়ি ভাঙা হচ্ছে—জানতে চাইলে সাংবাদিক নিজাম উদ্দিনকে মারধর ও লাঞ্ছিত করা হয়। একপর্যায়ে তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ অর্থও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

সহকর্মীরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর দুপুরে সাংবাদিক নিজাম উদ্দিন মদন থানায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল মদন উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমির টপসয়েল কেটে অবৈধভাবে বিক্রি করে আসছিল। পরিবেশ আইন লঙ্ঘন করে চলা এই কার্যক্রম বন্ধে সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করে আসছিলেন। এসব অভিযানের খবর স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে ক্ষুব্ধ হয়ে ওঠে মাটি খেকো চক্রটি।

এ বিষয়ে সাংবাদিক নিজাম উদ্দিন বলেন, "রবিবার সকালে ব্যক্তিগত কাজে আমি সমাজসেবা কার্যালয়ে ছিলাম। হঠাৎ করে এসিল্যান্ডের বিরুদ্ধে একটি মিছিল আসে। তারা আমার মোটরসাইকেল ভাঙচুর করে এবং কাছে গেলে আমাকে মারধর করে। আমার মোবাইল ও টাকা-পয়সাও নিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশু কুমার বলেন, "ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন, "অবৈধভাবে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে একটি মহল মিছিল করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মদন থানাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...