Logo Logo

নেত্রকোনায় হাওর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


Splash Image

নেত্রকোনার মদন উপজেলায় হাওর এলাকা থেকে শাওন (১৫) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার মাঘান ইউনিয়নের বিকেল বাজারসংলগ্ন হাওরের একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাওন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী ভূইয়াহাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে মদন পৌর সদরে অবস্থিত জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বার্ষিক পরীক্ষা শেষে শাওন নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছিল। রোববার বিকেলে সে বাড়ি থেকে বের হলে রাত পর্যন্ত আর ফিরে আসেনি।

পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। একপর্যায়ে সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ হাওর এলাকার একটি কৃষিজমি থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশু কুমার বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।”

মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...