Logo Logo

নেত্রকোণা-৪ আসনে স্বামী-স্ত্রীর মনোনয়ন দাখিল, বিএনপি থেকে বাবর ও তার স্ত্রী স্বতন্ত্র


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে একই দিনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে এবং তাঁর স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।


বিজ্ঞাপন


সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করেন লুৎফুজ্জামান বাবর। এর কিছুক্ষণ পর বিকেল সাড়ে ৪টার দিকে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী।

নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, তাহমিনা জামান শ্রাবণী এর আগেও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এই আসনে আরও যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে রয়েছেন— ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. আল হেলাল, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের প্রার্থী জলি তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানি সরকার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মোখলেছুর রহমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...