বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই দলীয় কার্যালয়ে কোরআন খতমসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
সকালে শহরের নতুন বাজার সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বিএনপি কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কার্যালয়ে পবিত্র কোরআন খানি খতম সম্পন্ন করা হয়। শোকের চিহ্ন হিসেবে উপস্থিত সকল নেতাকর্মী কালো ব্যাজ ধারণ করেন।
স্মৃতিচারণ ও শ্রদ্ধা নিবেদনের জন্য দলীয় কার্যালয়ে একটি শোক বই খোলা হয়েছে। এতে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বাক্ষর করে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। শোক বই উন্মোচন শেষে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...