বিজ্ঞাপন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনার সহকারী পরিচালক মোঃ নাজমুল হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ আল আমিনের নেতৃত্বে একটি অভিযানিক দল সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের হাঁসকান্দা গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে হাঁসকান্দা গ্রামের আবুল কাশেমের বসতঘর থেকে চার কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল কাশেম (৫৩) কে আটক করা হয়। তিনি হাঁসকান্দা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর নাজমুল হুদা বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মঙ্গলবার দুপুরে আটক আবুল কাশেমকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...