বিজ্ঞাপন
বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে (ঢাকা–পিরোজপুর মহাসড়ক) এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মহাসড়কে চলাচলকারী শতাধিক যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে যানবাহনের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এছাড়া বিভিন্ন যানবাহনের যাত্রীদের ব্যাগও তল্লাশি করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও নিরাপত্তা সরঞ্জাম না থাকায় পাঁচটি মামলায় প্রতিটিতে তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
অভিযান চলাকালে টুঙ্গিপাড়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্যদের পাশাপাশি থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এসআই আকরাম হোসেন জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার জনবহুল, গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে বাস, ট্রাক, সিএনজি, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি চালকদের হেলমেট ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার বিষয়ে সচেতন করা হচ্ছে। কাগজপত্র না থাকায় পাঁচটি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনীর এ ধরনের তল্লাশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...