Logo Logo

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল


Splash Image

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের মিলনায়তনে প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বীজনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুল আলম পারভেজের সঞ্চালনায় আয়োজিত শোকসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন দৃঢ়চেতা রাষ্ট্রনায়ককে হারিয়েছে, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

শোকসভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আপোষহীন নেতা। তার দীর্ঘ রাজনৈতিক জীবন বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তার সাহসী ও দৃঢ় নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন।

শোকসভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সভাপতি মো. আরজু, কবি জয়দুল হোসেন, সাবেক সহ-সভাপতি শেখ শহীদুল ইসলাম, সাবেক সভাপতি খ. ম. রশিদুল ইসলাম, সহ-সভাপতি ও এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পিষ্যুষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, দৈনিক দিনকালের নিয়াজ মোহাম্মদ খান বিটু, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠের বিশ্বজিৎ পাল বাবু, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার আজিজুল ইসলাম সঞ্চয়, বৈশাখী টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. খোকন মিয়া, নাগরিক টিভির জেলা প্রতিনিধি আবুল হাসনাত মো. রাফি, মাই টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আরাফাত রহমানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার জ্যেষ্ঠ ও নবীন সাংবাদিকরা।

এদিকে, গত বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগেও সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পৃথকভাবে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...