বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন— মোহাম্মদ ফরহাদ আলী। তিনি বীরগঞ্জ উপজেলার ৪ নম্বর পালটাপুর ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি। তার পিতা মোঃ জামাল উদ্দিন এবং বাড়ি উপজেলার ভোগডমার গ্রামে। অপর গ্রেপ্তারকৃত মোঃ মুসলিম উদ্দিন, যিনি বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তিনি মৃত সেকেন্দার আলীর পুত্র এবং উপজেলার নিজপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বীরগঞ্জ থানায় দায়েরকৃত মামলা নম্বর ৮/২২৮ (তারিখ: ২৪ অক্টোবর ২০২৪ ইং)-এর আলোকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ স্কটের মাধ্যমে তাদের দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...